জাতিসংঘের ওই সংস্থা বলেছে, ইমরান খানকে মুক্তি দেওয়াই হবে এর যথাযথ প্রতিকার এবং আন্তর্জাতিক আইন অনুসারে তিনি ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন। তাঁর বিরুদ্ধে ও তাঁর দলের বিরুদ্ধে যে আইনি সমস্যা দেখানো হয়েছে, তা মূলত বড় আকারের এক দমন–পীড়ন কর্মসূচির অংশ। জাতিসংঘের ওই সংস্থার প্রতিবেদনে পিটিআই নেতাদের গ্রেপ্তার এবং তাঁদের পুলিশ হেফাজতে নির্যাতনের পাশাপাশি গত ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে।